Nokia X71 – Price, Full Specifications & Features | নোকিয়া এক্স -৭১ ফোন প্রাইজ, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জানুন।
বর্তমানে আমার সবাই কোন না কোন মোবাইল ফোন ব্যবহার করি। কেউ বা ভাল কোন ব্যান্ডের আবার কেউ বা সাধ্যের মধ্যে কম দামি ফোন। ফোন ছাড়া আমরা একদিন ও চলতে পারি না। এই ফোন ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে আমরা প্রতি দিন ব্যবহার করে চলেছি।
তাই নিত্য প্রয়োজনীয় ফোনটি কেনার আগে আমাদের যা যা যাচাই করা উচিত দেখুন ফোন টির রিলিজ ডেইট, ফোনটির ওজন এবং ডাইমেনশন একই সাথে ফোনটির কনফিগারেশন অর্থাৎ র্যাম, ফোন মেমোরী, ক্যামেরা, ব্যাটারী ব্যাকআপ সহ বর্তমান বাজার মূল্য। তো আজকের পোষ্টতে আমি আপনাদের সাথে আলোচনা করবো Nokia ব্যান্ডের একটি লেটেস্ট ফোন Nokia X71 এই ফোনের বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম।
Network
Technology | GSM / HSPA / LTE |
2G bands | GSM 850 / 900 / 1800 / 1900 – SIM 1 & SIM 2 |
3G bands | HSDPA 850 / 900 / 1900 / 2100 |
4G bands | LTE band 1(2100), 3(1800), 5(850), 7(2600), 8(900), 28(700), 38(2600), 40(2300), 41(2500) |
Speed | HSPA, LTE-A |
GPRS | Yes |
EDGE | Yes |
LAUNCH
Announced | 2019, April |
Status | Available. Released 2019, April |
BODY
Dimensions | 157.2 x 76.5 x 8 mm (6.19 x 3.01 x 0.31 in) |
Weight | 180 g (6.35 oz) |
Build | Front/back glass, aluminum frame |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
DISPLAY
Type | IPS LCD capacitive touchscreen, 16M colors |
Size | 6.39 inches, 100.9 cm2 (~83.9% screen-to-body ratio) |
Resolution | 1080 x 2316 pixels (~400 ppi density) |

PLATFORM
OS | Android 9.0 (Pie); Android One |
Chipset | Qualcomm SDM660 Snapdragon 660 (14 nm) |
CPU | Octa-core (4×2.2 GHz Kryo 260 & 4×1.8 GHz Kryo 260) |
GPU | Adreno 512 |
MEMORY
Card slot | microSD, up to 256 GB |
Internal | 128 GB, 6 GB RAM |
MAIN CAMERA
Triple | 48 MP, f/1.8, (wide), 1/2″, 0.8µm, PDAF 8 MP, 13mm (ultrawide) 5 MP, f/2.4, depth sensor |
Features | Zeiss optics, dual-LED flash, panorama, HDR |
Video | [email protected], [email protected] |

SELFIE CAMERA
Single | 16 MP, f/2.0 |
Video | [email protected] |
SOUND
Loudspeaker | Yes |
3.5mm jack | Yes |
Active noise cancellation with dedicated mic |
COMMS
WLAN | Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, WiFi Direct, hotspot |
Bluetooth | 5.0, A2DP, LE, aptX |
GPS | Yes, with A-GPS, GLONASS, BDS |
USB | 2.0, Type-C 1.0 reversible connector, USB On-The-Go |
FEATURES
Sensors | Fingerprint (rear-mounted), accelerometer, gyro, proximity, compass |
BATTERY
Non-removable Li-Po 3500 mAh battery | |
Charging | Fast battery charging 18W |
MISC
Colors | Black |
Price | About 290 EUR |
Nokia ব্যান্ডের ফোন বহুল প্রচলিত। বিশ্বের সবথেকে দামী ফোন গুলোর মধ্যে Nokia একটি ব্যান্ড। বর্তমানে Global market-এ Nokia ব্যন্ডের ফোনের লেটেস্ট Nokia X71 । ফোনটি ২০১৯ সালেরে্ এপ্রিল মাসে অ্যানাউন্স হয় এবং Available. Released 2019, April ডাইমেনশন: 157.2 x 76.5 x 8 mm (6.19 x 3.01 x 0.31 in) । ওজন: ১৮০ গ্রাম, বিউল্ড: Front/back glass, aluminum frame ফোনটিতে ২জি, ৩জি, ৪জি, সাপোর্ট করে। ডুয়েল ন্যানো সিম Dual SIM (Nano-SIM, dual stand-by) টার্চস্কিন: IPS LCD capacitive touchscreen, 16M colors । ফোনটির ডিসপ্লে সাইজ: 6.39 inches, 100.9 cm2 (~83.9% screen-to-body ratio) যার রেজুলেশন 1080 x 2316 pixels (~400 ppi density) । ফোনটির অপারিটিং সিস্টেম: Android 9.0 (Pie); Android One । চিপসেট আছে: Qualcomm SDM660 Snapdragon 660 (14 nm)) । প্রসেসর ব্যবহার করা হয়েছে: Octa-core (4×2.2 GHz Kryo 260 & 4×1.8 GHz Kryo 260), জিপিইউ: Adreno 512 । মেমোরী কার্ড microSD, up to 256 GB থাকায় তাই অতিরিক্ত মেমোরী কার্ড ব্যবহার করতে পারবেন ।
ইন্টারনাল মেমোরী ও র্যাম : 128 GB, 6 GB RAM । সামনে ৪৮ মেগা/পিঃ ট্রিপল ক্যামেরা ও এলইডি ফ্লাস LED flash এবং সেল্ফি ক্যামেরা ১৬ মেগা/পিঃ সিঙ্গেল ক্যামেরা।সাথে ওয়াইফাই/ব্লুটুথ/জিপিস/রেডিও/ইউএসবি সবই থাকছে। ফিচার হিসেবে: Fingerprint (rear-mounted), accelerometer, gyro, proximity, compass ব্যাটারী: নন রিমুভাবল ব্যাটারী Non-removable Li-Po 3500 mAh battery, Fast battery charging 18W । ফোনটির রং: ফোনটিতে ১ টা কালার ভার্শন রয়েছে Black

সুতরাং আশা করি ফোনটি অনেক ভাল কর্মদক্ষতা প্রদর্শন করবে। হ্যাং কম হবে, টার্চ স্মুদলি কাজ করবে। সেন্সসর গুলো অনেক পাওয়ারফুল, পটেকশন গ্লাসটাও অনেক দারুন, ক্যামেরা গুলো অনেক ভাল কোয়ালিটির হওয়াই উচ্চ রেজুলেশনের পরিস্কার ফটো/ছবি আশার করা যায়। হাইকোয়ালিটির(এইচডি) ভিডিও ধারন করতে পারবেন । আন্তর্জাতিক বাজারে মোটা-মুটি ভাল মানের ফোন বলতে আমরা এই ধরনের ফোনগুলোকেই বুঝি । প্রায় সব ফোনই বর্তমানে চাইনাতে তৈরি করা হয় অথাৎ চাইনিজ বা সব ফোনই মেইড বাই চাইনা (কিছু ফোন ব্যাতিত)। তবে বিভিন্ন কম্পানি ও দেশ তথা স্থান, কাল ও পাত্র সাপেক্ষ্যে ফোন নির্মাতা প্রতিষ্ঠান গুলো ফোনের কোয়ালিটি বিভিন্ন রকম করে থাকে। অথাৎ একই মডেলের ফোন কিন্তু ভিন্ন ভিন্ন দেশে ও জাতির জন্য ভিন্ন ভিন্ন কোয়ালিটিতে তৈরি করা হয়।
উদাহারণ স্বরুপ বলা যায়: Nokia X71 যদি বাংলাদেশ থেকে ক্রয় করেন তবে একধরনের কোয়ালিটি পাবেন আর যদি ভারত বা অন্য কোন দেশ যেমন: সৌদি আরব বা সিংগাপুর থেকে (ক্রয়করেন)বা নিয়ে আসেন সেই ফোনের কোয়ালিটি কিন্তু ভিন্ন হবে। আপনি যে phoneই ক্রয় করেন না কেন, একটু দেখে- শুনে, চিন্তা করে বুঝে কিনলে কখনোই আশাকরি ঠকবেন না । একটি সাধারন নোরমাল ব্যান্ডের ফোনের চাইতে একটু বেশি টাকা দিয়ে যদি আপনি ভাল কোন ব্যান্ডের Phone যেমন Nokia বা অন্য কোন ভাল ব্যান্ড ক্রয় করেন তাহেল আপনার ফোনটি- টিকবে বেশি দিন। ফোনের চার্জও ও অন্যান্য সব কিছুই ভাল পাবেন।দারুন অভিজ্ঞতা হবে।আপনিও ফোনটি ক্রয় কের ভাল থাকবে আশা করি। পৃথিবীতে Nokia ব্যান্ড, অনেক ভাল ও নামকরা ব্যান্ড। Nokia X71 ফোনটি কনফিগারেশন কম্বিনেশন টাও অনেক ভাল।
নোটঃ প্রত্যেকটি ফোনই কিন্তু সবদিক থেকে সয়ংসম্পূর্ণ নয়। প্রত্যেকটি ফোনের কিছু বিশেষ দিকে থাকে এবং অপর দিকে কিচু খারাপ দিক থাকে। যেমন ধরুন: কোন ফোনের ক্যামেরা সিঙ্গেল কিন্তু র্যাম বেশি আবার কোন ফোনের র্যাম ও ইন্টারনাল মেমোরী বেশি কিন্তু ক্যামেরা সিঙ্গেল ও কোয়ালিটি খারাপ। আবার কোন কোন ফোনের অ্যান্ডরিড ভার্শন কম তো অতিরিক্ত অন্য কোন ভাল ফিচার দেওয়া আছে।কোন কোন ফোনের ক্ষেত্রে কালার ভার্শন কম থাকায় আপনার কালার পছন্দ হবে না।সব মিলিয়ে একটি ফোনের যেটা ভাল অন্য ফোনের সেটা আবার ভাল নাও হতে পারে। Nokia X71 তার ব্যতিক্রম নয়। ফোনটির মাত্র ১ কালার ভার্শন Black রয়েছে । ফোনটির ওজনের জন্য কারো কারো পছন্দ নাও হতে পারে।
অন্যান্য ফোনগুলো দেখুন… (See More Phone Below)
ZTE Blade A5 (2019)
Honor 20 Pro
Asus Zenfone 6 ZS630KL
Infinix Smart 3 Plus
Xiaomi Redmi Note 7S
You can Visit my Graphic design Blog…..
ডিসক্লেমার/ বিঃদ্রঃ এই পেজের সকল তথ্য ১০০% সঠিক এই মর্মে আমরা কোন গ্যারান্টী প্রদান করিনা।