Microsoft Lumia 650 – Full phone specifications & Review
NETWORK
Technology | GSM / HSPA / LTE |
2G bands | GSM 850 / 900 / 1800 / 1900 – SIM 1 & SIM 2 (dual-SIM model only) |
3G bands | HSDPA 850 / 900 / 2100 |
4G bands | LTE band 1(2100), 3(1800), 7(2600), 8(900), 20(800) |
Speed | HSPA 42.2/5.76 Mbps, LTE Cat4 150/50 Mbps |
GPRS | Yes |
EDGE | Up to 236.8 kbps |
LAUNCH
Announced | 2016, February |
Status | Available. Released 2016, February |
BODY
Dimensions | 142 x 70.9 x 6.9 mm (5.59 x 2.79 x 0.27 in) |
Weight | 122 g (4.30 oz) |
SIM | Single SIM (Nano-SIM) or Dual SIM (Nano-SIM, dual stand-by) |
DISPLAY
Type | OLED capacitive touchscreen, 16M colors |
Size | 5.0 inches, 67.5 cm2 (~67.1% screen-to-body ratio) |
Resolution | 720 x 1280 pixels, 16:9 ratio (~297 ppi density) |
Protection | Corning Gorilla Glass 3 |
– ClearBlack display |
PLATFORM
OS | Microsoft Windows 10 |
Chipset | Qualcomm MSM8909v2 Snapdragon 212 (28 nm) |
CPU | Quad-core 1.3 GHz Cortex-A7 |
GPU | Adreno 304 |
MEMORY
Card slot | microSD, up to 256 GB (dedicated slot) |
Internal | 16 GB, 1 GB RAM |
MAIN CAMERA
Single | 8 MP, f/2.2, 28mm (wide), 1/4″, AF |
Features | LED flash |
Video | [email protected] |
SELFIE CAMERA
Single | 5 MP, f/2.2 |
Video | 720p |
SOUND
Loudspeaker | Yes |
3.5mm jack | Yes |
– Active noise cancellation with dedicated mic |
COMMS
WLAN | Wi-Fi 802.11 b/g/n, DLNA, hotspot |
Bluetooth | 4.1, A2DP, LE |
GPS | Yes, with A-GPS, GLONASS, BDS |
NFC | Yes |
Radio | FM radio |
USB | microUSB 2.0 |
FEATURES
Sensors | Accelerometer, proximity |
BATTERY
Removable Li-Ion 2000 mAh battery | |
Stand-by | Up to 624 h (3G) |
Talk time | Up to 16 h (2G) / Up to 13 h (3G) |
MISC
Colors | Black, White |
Price | About 150 EUR |
Microsoft ব্যান্ডর ফোন বিশ্বে বহুল প্রচলিত। এর ব্যান্ডের খ্যাতি সর্ম্পকে আমরা সাবাই কম-বেশি জানি। বিশ্বের সবথেকে দামী ফোন গুলোর মধ্যে Microsoft একটি ব্যান্ড। বর্তমানে Global market-এ Microsoft ব্যন্ডের ফোনের লেটেস্ট Microsoft Lumia 650 । ফোনটি ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে অ্যানাউন্স হয় এবং ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসেই বাজারে আসে। ফোনটির ডাইমেনশন: 142 x 70.9 x 6.9 mm (5.59 x 2.79 x 0.27 in) ।
ফোনটির ওজন: ১২২ গ্রাম। ফোনটিতে ২জি, ৩জি, ৪জি সাপোর্ট করে। সিম: Single SIM (Nano-SIM) or Dual SIM (Nano-SIM, dual stand-by) । টার্চস্কিন: OLED capacitive touchscreen, 16M colors, । ফোনটির সাইজ: 5.0 inches, 67.5 cm2 (~67.1% screen-to-body ratio) যার রেজুলেশন 720 x 1280 pixels, 16:9 ratio (~297 ppi density) । প্রটেকশন গ্লাস হিসেবে থাকছে: Corning Gorilla Glass 3, ClearBlack display । ফোনটির অপারিটিং সিস্টেম: Microsoft Windows 10 । চিপসেট আছে: Qualcomm MSM8909v2 Snapdragon 212 (28 nm) । প্রসেসর ব্যবহার করা হয়েছে: Quad-core 1.3 GHz Cortex-A7 । জিপিইউ: Adreno 304 । মেমোরী কার্ড: microSD, up to 256 GB (dedicated slot) অতিরিক্ত মেমোরী কার্ড ব্যবহার করতে পারবেন ।
ইন্টারনাল মেমোরী ও র্যাম : ১৬ GB এবং ১ GB RAM । সামনে ৮ মেগা/পিঃ ডুয়েল ক্যামেরা ও এলইডি ফ্লাস LED flash এবং সেল্ফি ক্যামেরা ৫ মেগা/পিঃ। সাথে ওয়াইফাই/ব্লুটুথ/জিপিস/রেডিও/ইউএসবি সবই থাকছে। ফিচার হিসেবে: Accelerometer, proximity । ব্যাটারী: রিমুভাবল ব্যাটারী Removable Li-Ion 2000 mAh battery, Up to 624 h (3G), Up to 16 h (2G) / Up to 13 h (3G),। ফোনটির রং: ফোনটিতে ২ টা কালার ভার্শন রয়েছে Black, White
সুতরাং আশা করি ফোনটি অনেক ভাল কর্মদক্ষতা প্রদর্শন করবে। হ্যাং কম হবে, টার্চ স্মুদলি কাজ করবে। সেন্সসর গুলো অনেক পাওয়ারফুল, পটেকশন গ্লাসটাও অনেক দারুন, ক্যামেরা গুলো অনেক ভাল কোয়ালিটির হওয়াই উচ্চ রেজুলেশনের পরিস্কার ফটো/ছবি আশার করা যায়। হাইকোয়ালিটির(এইচডি) ভিডিও ধারন করতে পারবেন । আন্তর্জাতিক বাজারে মোটা-মুটি ভাল মানের ফোন বলতে আমরা এই ধরনের ফোনগুলোকেই বুঝি ।
প্রায় সব ফোনই বর্তমানে চাইনাতে তৈরি করা হয় অথাৎ চাইনিজ বা সব ফোনই মেইড বাই চাইনা (কিছু ফোন ব্যাতিত)। তবে বিভিন্ন কম্পানি ও দেশ তথা স্থান, কাল ও পাত্র সাপেক্ষ্যে ফোন নির্মাতা প্রতিষ্ঠান গুলো ফোনের কোয়ালিটি বিভিন্ন রকম করে থাকে। অথাৎ একই মডেলের ফোন কিন্তু ভিন্ন ভিন্ন দেশে ও জাতির জন্য ভিন্ন ভিন্ন কোয়ালিটিতে তৈরি করা হয়।
উদাহারণ স্বরুপ বলা যায়: Microsoft Lumia 650 যদি বাংলাদেশ থেকে ক্রয় করেন তবে একধরনের কোয়ালিটি পাবেন আর যদি ভারত বা অন্য কোন দেশ যেমন: সৌদি আরব বা সিংগাপুর থেকে (ক্রয়করেন)বা নিয়ে আসেন সেই ফোনের কোয়ালিটি কিন্তু ভিন্ন হবে। আপনি যে phoneই ক্রয় করেন না কেন, একটু দেখে- শুনে, চিন্তা করে বুঝে কিনলে কখনোই আশাকরি ঠকবেন না । একটি সাধারন নোরমাল ব্যান্ডের ফোনের চাইতে একটু বেশি টাকা দিয়ে যদি আপনি ভাল কোন ব্যান্ডের Phone যেমন
Microsoft বা অন্য কোন ভাল ব্যান্ড ক্রয় করেন তাহেল আপনার ফোনটি- টিকবে বেশি দিন। ফোনের চার্জও ও অন্যান্য সব কিছুই ভাল পাবেন।দারুন অভিজ্ঞতা হবে।আপনিও ফোনটি ক্রয় কের ভাল থাকবে আশা করি। পৃথিবীতে Microsoft ব্যান্ড, অনেক ভাল ও নামকরা ব্যান্ড। Microsoft Lumia 650 ফোনটি কনফিগারেশন কম্বিনেশন টাও অনেক ভাল।
নোটঃ প্রত্যেকটি ফোনই কিন্তু সবদিক থেকে সয়ংসম্পূর্ণ নয়। প্রত্যেকটি ফোনের কিছু বিশেষ দিকে থাকে এবং অপর দিকে কিচু খারাপ দিক থাকে। যেমন ধরুন: কোন ফোনের ক্যামেরা সিঙ্গেল কিন্তু র্যাম বেশি আবার কোন ফোনের র্যাম ও ইন্টারনাল মেমোরী বেশি কিন্তু ক্যামেরা সিঙ্গেল ও কোয়ালিটি খারাপ। আবার কোন কোন ফোনের অ্যান্ডরিড ভার্শন কম তো অতিরিক্ত অন্য কোন ভাল ফিচার দেওয়া আছে।কোন কোন ফোনের ক্ষেত্রে কালার ভার্শন কম থাকায় আপনার কালার পছন্দ হবে না।সব মিলিয়ে একটি ফোনের যেটা ভাল অন্য ফোনের সেটা আবার ভাল নাও হতে পারে। Microsoft Lumia 650 তার ব্যতিক্রম নয়। ফোনটির মাত্র দুইটি কালার ভার্শন Black, White রয়েছে সেকারনে করো কারো কাছে এটা পছন্দ নাও হতে পারে। অন্যান্য ফোনগুলো দেখুন…
ডিসক্লেমার/ বিঃদ্রঃ এই পেজের সকল তথ্য একশত ভাগ সত্য নাও হতে পারে।